ঢাকা | বৃহস্পতিবার
২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে ৪৮৭টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বাস্তবায়নে বিরামপুরে গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর হয়েছে।

জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৮৭টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

গতকাল বুধবার বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের বুকচি গ্রামে, নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন বসবাসকারী গৃহহীনরা এখানে তাঁদের নিজ ইচ্ছেমত বাড়ীর চারপাশে সবুজ বেষ্টনি নির্মানে বিভিন্ন গাছপালা ও শাকসব্জি লাগাতে পারেন।

এছাড়াও এলাকার সোভা বর্ধন এবং পানি, বিদ্যুৎ সরবরাহ, মসজিদ মন্দির গির্জাসহ সকল সুবিধা প্রদানে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

এসময় ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, প্রকল্প কর্মকর্তা কাওছার আলী মন্ডল, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক -মোঃ কামরুজ্জামান, সামিউল ইসলাম, আজাহার ইমাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/কামরুজ্জামান

সংবাদটি শেয়ার করুন