ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কোভিড-১৯ টিকার জন্য অনাবাসিক শিক্ষার্থীরাও তথ্য দিতে পারবে’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সংশ্লিষ্ট সকলকে জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করতে নির্দেশ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার।

বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার জানান,যেসব শিক্ষার্থী হলে অবস্থান করছে না তাঁরাও তাদের তথ্য দিতে পারবে।তবে অনাবাসিক শিক্ষার্থীরা তাদের সংযুক্ত হলের প্রকাশিত ইমেইলে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

তিনি আরও জানান,আমরা আশাবাদী সরকার বিশ্ববিদ্যালয়ের সকল (আবাসিক-অনাবাসিক) শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনবে।আমরা চাই বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা কমিয়ে আনার লক্ষ্যে একটি “একাডেমিক রোডম্যাপ-২০২১” প্রণয়ন করা হবে। সেশনজট কমিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের যা যা করনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাই করবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল সমূহ শিক্ষার্থীদের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এবং তথ্য প্রেরণ করতে নিদিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলার স্বার্থে ইউজিসি নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা জরুরি।এজন্য উপরোক্ত হলের সকল কর্মকর্তা, কর্মচারী ও সকল আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র সহ আবাসিক কিছু তথ্য দিতে হবে।আবাসিক হলের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের কপি, নিজ নিজ নাম, স্টুডেন্ট আইডি এবং অবস্থানরত কক্ষ নম্বর উল্লেখ করে নিজ নিজ হলের প্রকাশিত ইমেইলে তথ্য প্রেরণ করতে বলা হয়েছে।

আনন্দবাজার/শাহী/আজিজুর

সংবাদটি শেয়ার করুন