ফেনীর দক্ষিণ কাশিমপুরে অবস্থিত স্টার লাইন ফুড এন্ড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ৭ ঘন্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার ভোরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে হঠাৎ কারখানায় আগুনের লেলিহান চোখে পড়ে শ্রমিকদের, তাৎক্ষণিক তারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। ৪ টি ইউনিটের চেষ্টাতেও রাত ২ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, পরবর্তীতে বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের আরো বেশ কয়েকটি ইউনিট আগুন নেবাতে সামিল হয়।
স্টার লাইন গ্রুপের পরিচালক জাফর উদ্দিন প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সুত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফেনী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্নচন্দ্র মুদসুদ্দী।
আনন্দবাজার/শহক