বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মান্নান হীরা স্মরণে উৎস নাট্যদলের ৪ দিন ব্যাপী “মরমী নাট্যমেলা”

উপ মহাদেশের প্রখ্যাত নাট্যকার মান্নান হীরার স্মরণে উৎস নাট্যদল আয়োজন করছে চার দিন ব্যাপী ‘মরমী নাট্যমেলা’। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব। যেখানে থাকছে মানান হীরার রচনায় চারটি নাটক।

বৃহস্পতিবার উৎসবের উদ্ভধন করবেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। উদ্ভোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়াও দেশ বরেণ্য নাট্যব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন।

আরণ্যক নাট্যদল

উৎস নাট্যদলের সভাপতি ইমরান হোসেন ইমু জানান, মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলছে উৎস নাট্যদল। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌছে দেবার অন্যতম এক কারিগরের নাম মান্নান হীরা। তাই মান্নান হীরা ও উৎস নাট্যদলের রয়েছে নিবিড় এক সম্পর্ক।

সময় নাট্যদল

তিনি আরও জানান, ‘স্মরিবার তরে রহিয়াছি মোরা, গাহিতে তোমার জয়গান’ শিরোনামে এই উৎসবে অংশ নিচ্ছে আরণ্যক নাট্যদল, সময় নাট্যদল, নাট্যলোক সিরাজগঞ্জ ও উৎস নাট্যদল।

চারদিন ব্যাপী মান্নান হীরার রচনায় নাটকসমূহ:

উৎসবের প্রথম দিন, ২৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) উৎস নাট্যদল মঞ্চায়ন করবে – নাটকঃ “স্বর্ণজননী”; নিদের্শনাঃ ইমরান হোসেন ইমু
২য় দিন, ২৬ ফেব্রুয়ারী (শুক্রবার) আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করবে – নাটকঃ “ময়ূর সিংহাসন”; নির্দেশনাঃ শাহ আলম দুলাল
৩য় দিন, ২৭ ফেব্রুয়ারী (শনিবার) সময় নাট্যদল মঞ্চায়ন করবে – নাটকঃ “ভাগের মানুষ”; নির্দেশনাঃ আলী যাকের
উৎসবের শেষ দিন, ২৮ ফেব্রুয়ারী (রবিবার) নাট্যলোক সিরাজগন্জ মঞ্চায়ন করবে নাটক – “ধীবর গাঁথা”; নির্দেশনাঃ আইরিন পারভিন লোপা।

আরও পড়ুনঃ  মঞ্চায়িত হয়ে গেল উৎস নাট্যদলের 'স্বর্নজননী'
ধীবর গাঁথা

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫:৩০ মিনিটে উদ্বোধনি অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলিমা ইব্রাহীম মিলনায়তনে উৎসব শুরু হবে। এছাড়া একই স্থানে প্রতিদিন সন্ধা ৬ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত বিভিন্ন দলের নাটক মঞ্চায়ন হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন