বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল টাইগাররা

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রওনা দেয় টাইগাররা। এর আগে দুপুর ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করেন ২০ ক্রিকেটার।

নিজ নিজ বাসা থেকে সরাসরি বিমানবন্দরে আসেন তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। এছাড়া বিসিবি একাডেমি থেকে এয়ারপোর্টে পৌঁছান ১০ ক্রিকেটার। সার্বিক তত্ত্বাবধানে বিদেশ সফরে দলের সঙ্গে আছেন বোর্ডের একজন পরিচালকও। নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গী হয়েছেন জালাল ইউনুস।

২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দু’দলের সিরিজ। আর হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ। এই সফর শেষে দেশে ফিরে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ঐ টেস্ট সিরিজে না খেলে, আইপিএল খেলতে যাবেন সাকিব আল হাসান। তবে, আইপিএলে ডাক পেলেও জাতীয় দলের খেলাকেই প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন মোস্তাফিজ।

 

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  জুভেন্টাসকে ০-২ গোলে হারাল বার্সা

সংবাদটি শেয়ার করুন