ঢাকা | বৃহস্পতিবার
২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৬ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকার ৬ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। পরে রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে সুন্দরবন এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় পেছনের দুইটি বগি লাইনচ্যুত হয়। যার কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

তিনি জানান, পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দীর্ঘ ছয় ঘণ্টা পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আনন্দবাজার/শাহী/বুরহান

সংবাদটি শেয়ার করুন