গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকায় একটি সবজি খেতে গর্ত করতে গিয়ে পাঁচটি মর্টার শেল পাওয়া গেছে। পুলিশ সেগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে।
শনিবার (২০ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন।
তিনি আরো বলেন, শনিবার দুপুরে মেট্রোপলিটন গাছা থানার শরীফপুর এলাকা থেকে পাঁচটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। এগুলোর ব্যাপারে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি তারা জানিয়েছে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান উদ্দিন সরকার বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শরীফপুর এলাকায় দানা মালেকের বাড়ি সংলগ্ন মাঠে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিবাহিনীর সরাসরি যুদ্ধ হয়েছিল। হানাদার বাহিনীর ক্যাপ্টেন নঈমের ছোড়া গ্রেনেড থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যাই। সম্ভবত সেই যুদ্ধে এইসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
এদিকে গাছা থানার উপ-পরিদর্শক শাফায়াত ওসমান বলেন, শরীফপুরের সানাউল্লাহ মন্ডলের সবজি জমিতে গর্ত করতে গিয়ে এই মর্টার শেল গুলো দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মর্টার শেল গুলোতে মরিচা পড়েছে এবং সেগুলোর সাথে আরও কিছু ভাঙ্গা যন্ত্রাংশ পাওয়া গেছে।
আনন্দবাজার/শাহী/সবুজ