ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হলের তালা ভাঙ্গা সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপন্থী’

গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)র শিক্ষার্থীদের সাথে পার্শ্ববর্তী এলাকার মানুষের সংঘর্ষের জের ধরে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা হামলার বিচার ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে।

'হলের তালা ভাঙ্গা সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপন্থী'
‘হলের তালা ভাঙ্গা সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপন্থী’

আন্দোলনকালীন সময়ে দুপুরের মধ্যে হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে দেওয়া সম্ভব নয় বলে অপারগতা প্রকাশ করে। এমতাবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভের পর বেশ কয়েকটি হলের তালা ভেঙ্গে তাতে অবস্থান নেয়।

এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তাৎক্ষণিক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। তবে মিছিল, জমায়েত ও আবাসিক হলের তালা ভাঙ্গা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের নির্দেশনা এলে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল প্রকার জমায়েত, সকল ধরনের অনুষ্ঠান ও দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।

আনন্দবাজার/শাহী/ওয়াজহাতুল

সংবাদটি শেয়ার করুন