ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়া অংশে সড়ক দুর্ঘটনায় অনিক নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল(শুক্রবার) সকাল সাড়ে নয়টা নাগাদ এই ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন অনিক রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা। ভ্রমণের উদ্দেশ্যে শুক্রবার ভোরে সে ৭ বন্ধুসহ সপরিবারে মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ফেনীর সিলোনিয়া অংশে পৌঁছে অনিক মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে একটি লরির পিছনে ধাক্কা দেয়। পরে তার দেহ সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান জানান,নিহতের মরদেহ ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে, তার পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আনন্দবাজার/শাহী/সুজন

সংবাদটি শেয়ার করুন