শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিযোগে শিক্ষকতার চাকরি হারালেন জাবি শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সরকার রাজনীতি বিভাগের’ সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে তারই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ও সিন্ডিকেট সচিব রহিমা কানিজ গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

সচিব আরো জানান, বিশ্ববিদ্যালয় ‘যৌন নিপীড়ন বিরোধী সেলের’ আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। উক্ত সিদ্ধান্তের মাধ্যমে এখন থেকে সানওয়ার সিরাজ বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন না।

এদিকে সিদ্ধান্তের বিপরীতে সানওয়ার সিরাজের দাবি, বিশ্ববিদ্যালয় ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহৃত হচ্ছে, যার দরুণ তিনি ন্যায় বিচার পান নি। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

আনন্দবাজার/শাহী/ওয়াজহাতুল

আরও পড়ুনঃ  ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন