ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বিরুদ্ধে কালের কন্ঠ পত্রিকায় হাসপাতালে এমপির শাসন খবর প্রকাশ হওয়ায় এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন।
বুধবার সকাল ১১টায় সরকারি হাসপাতাল গেইটের সামনে মানববন্ধন বিক্ষোভ করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘন্টাখানিক অবরোধ করে রাখে ন তারা।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, বীর মুক্তি যোদ্ধা পারভেজ খোকন, আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক আফতাব উদ্দিন মাহবুব, ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিনের পদত্যাগ দাবী করেন, অন্যথায় বৃহৎ কর্মসূচি পালন করা হবে।
আনন্দবাজার/শাহী/আনোয়ার