জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘উইমেন লিডার্স’ কর্তৃক আয়োজিত’ হলো ‘ফ্রেশারস রিসিপশন’। ১৫ ফেব্রুয়ারি (রবিবার)সন্ধ্যায় ভার্চুয়ালি প্রকল্পটির আওতায় ৫০জন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং ২০ জন স্বেচ্ছাসেবকগণকে বিভিন্ন আয়োজন ও দিকনির্দেশনার মাধ্যমে বরণ করে নেয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এএইচএম আহসান, সহযোগী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর ও সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাককানইবি, জনাব গাজী আব্দুর রশিদ, সিনিয়র জার্নালিস্ট, রেডিও তেহরান, ওয়ার্ল্ড সার্ভিস, ইরান, মো. ওয়ালীউল্লাহ, চীফ মেন্টর উইমেন পিস ক্যাফে ও সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ, জাককানইবি, জনাব জিয়া উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী, সিটিজেন, ব্রাক বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান প্রকল্পের সাফল্যে কামনা করে তিনি বলেন,পরিবারে যদি আমরা একটি করে নারী নেতৃত্ব তৈরি করতে পারি তবেই সোনার বাংলায় সকল বৈষম্য-বিশৃঙ্খলা দূর হবে।
উল্লেখ্য, উইমেন লিডার্স প্রকল্পটি পরিচালনা করছেন জনাব মো. বাকীবিল্লাহ। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রকল্পটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘নেটওয়ার্ক ফর রিলিজিয়াল অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকার্স’ এর আওতায় আহা (অ্যাওয়ারনেস উইথ হিউম্যান অ্যাকশন) প্রজেক্টের একটি উদ্যোগ। যেখানে সহযোগী প্রতিষ্ঠান হিশেবে যুক্ত আছে ‘ফিন চার্চ এইড’, ওয়ার্ল্ড ফেইথ ডেভেলপমেন্ট ডায়ালগ, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস: ব্রাক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের আরও কয়েকটি প্রতিষ্ঠান। সমগ্র আয়োজনটি সমন্বয় করেন নিপা পাল ও প্রবীণ হেনরী ত্রিপুরা।
আনন্দবাজার/শাহী/বায়েজীদ