ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন থেকে বীর-মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১১.৩০ মিনিটে এক সঙ্গে দেশের ৫টি উপজেলার মত ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে উপস্থিত ফুলবাড়ী উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাগণসহ সবাই জয় বাংলার ধ্বনিতে মুখরিত করে তোলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ী উপজেলা সম্পর্কে বক্তব্য দিতে বললে ইউএনও মোঃ তৌহিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান বক্তব্য রাখেন। এসময় গণভবন থেকে অপরপ্রান্তে ফুলবাড়ী উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ পনির উদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিঃ রংপুর মোঃ রশিদুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিঃ কুড়িগ্রাম মোঃ ওবায়দুর রহমান খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সিরাজুল ইসলাম টুকু।

এ উদ্ভোধনের মধ্যদিয়ে ফুলবাড়ী উপজেলায় ৪৭০ জন বীরমুক্তিযোদ্ধা এখন থেকে তাঁদের সম্মানী ভাতা ডিজিটাল পদ্ধতিতে উত্তোলন করতে পারবেন।

আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর

সংবাদটি শেয়ার করুন