ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুলবুলের অজুহাতে বেড়েছে সবজি ও মাছের দাম

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শীতকালীন ফসলের চরম ক্ষয়ক্ষতি হয়েছে । এর প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারগুলোতে। কাঁচাবাজারের খুচরা ও আড়তগুলোতে একদিকে পণ্য সংকট অপরদিকে ক্রেতাদের ব্যাপক চাহিদা। ফলে সবজির পাশাপাশি মাছের দামও চড়া।

রাজধানীর টাউনহল বাজার, রায়েরবাজার ও জিগাতলার বাজার ঘুরে দেখা গেছে, হাতে গোনা দু-একটা শীতের সবজি বাদ দিলে প্রায় প্রত্যেকটি সবজি প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকা বাড়তি দোমে বিক্রি হচ্ছে।

মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস (আনাম) ১২০ টাকা, লাউ প্রতি পিস ৪৫ টাকা, ফুল কপি ও বাঁধা কপি প্রতি পিস ৩৫ টাকা। প্রতি কেজি লতি ৫০ টাকা, নতুন আলু ৮০ টাকা, মুলা ৫০ টাকা, গাজর ৬০ টাকা, করলা ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, শিম ৮০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০টাকা, পেঁপে ২০ টাকা, শসা ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, কচুর মুখী ৭০ টাকা, ঝিঙা ৫০ টাকা এবং বরবটি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির পর সব থেকে বেশি বাজার চড়া হয়েছে মাছের। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত দু’দিন থেকে আড়তে মাছের আমদানি কম হওয়ায় প্রায় সব মাছে কেজি প্রতি ২০-৫০ টাকা বাড়তি দাম রাখা হচ্ছে।

প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ টাকা, কাতল মাছ ৩৫০ টাকা, পাবদা ৪৮০ টাকা, শৈল ৫০০ টাকা, ট্যাংড়া ৬৫০, লইট্টা ১৮০ টাকা, ছোট আইড় ৬৮০ টাকা, বাগদা চিংড়ি বড় ৫৫০ টাকা, গলদা চিংড়ি বড় ৭০০ টাকা, কোরাল ৬০০ টাকা, পোয়া ৩৫০ টাকা, শিং ৬০০ টাকা, রূপচাঁদা ৯৫০ টাকা এবং ইলিশ (বড় সাইজের) ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।ৎ

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন