মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি হাসপাতালে টিকাদানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যসচিব

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

এ সময় স্বাস্থ্যসচিব বলেন, বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি।

দেশে চলমান টিকাদান কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি। টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ২৬ প্রতিষ্ঠান

সংবাদটি শেয়ার করুন