শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাপল আর্কেডে নতুন ছয় গেইম

অ্যাপলের অনলাইন গেইম স্ট্রিমিং সার্ভিস আর্কেডে ছয়টি নতুন গেইম যুক্ত করা হয়েছে।গেইম ছয়টি যুক্ত হবার সঙ্গে সঙ্গে আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল টিভিতে ১০০টি গেইমের মাইলফলকে পা রেখেছে। অ্যাপলের সার্ভিসটি চালু হয় চলতি বছর ১৯ সেপ্টেম্বর।সার্ভিসটি চালু হবার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপল আর্কেডে নতুন গেইম যুক্ত করেছে। যুক্ত হওয়া ছয়টি নতুন গেইমের মধ্যে রয়েছে ‘সোসিয়েবল সকার’; প্রিয় সেন্সিবল সকারের সিক্যুয়াল যা ১৯৯০ এর দশকের গোড়ার দিকে বেশ জনপ্রিতা অর্জন করেছিল। এছাড়া নতুন গেইমগুলোর মধ্যে ‘টেপ অন ইউএফও’ রয়েছে, আছে ওঙ্ক গেইমসের টেকশি এবং হিরোশিও যা পুতুল অ্যানিমেশনের জগতকে রোল প্লেয়িং গেইমসের সঙ্গে যুক্ত। সিরভো স্টুডিওগুলির গেইম ফ্যান্টাসির গল্প গিলডলিংস ক্লাসিক আরপিজি, পয়েন্ট এবং ক্লিক ধাঁধা গেইমস ও ভিজ্যুয়াল উপন্যাসের মতো কনটেন্ট থেকে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে। আর গেইমটি যদি অ্যাপল আর্কেড-এ থাকে তবে কোনো ধরণের বিজ্ঞাপন দেখতে হবে না। প্রতি মাসে গেইমটির জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হবে ৪ দশমিক ৯৯ ডলার বা প্রায় ৪১৫ টাকা।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  Redmi Note 11T 5G তে থাকছে ৫জি ও ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং

সংবাদটি শেয়ার করুন