‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধারী ইউনিয়নে ১০০ দরিদ্র পরিবারের মাঝে গতকাল বুধবার সকালে উপজেলার ঘোঠাইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল) বলেছেন, বাংলাদেশে তাক লাগালোর মতো কাজ করে যাচ্ছে দোস্ত এইড। যেখানে দুস্থ এবং অসহায় পরিবার সেখানেই দোস্ত এইড বাংলাদেশকে সহায়তা করে এগিয়ে নিচ্ছে। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই সংস্থাটি। জাহাঙ্গীর আলম ছোটন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোতালেব নামে এক ব্যক্তি বলেন, আমাগো বাড়ি সেই যমুনার চরে আমি গরিব মানুষ টাকার অভাবে টিউবওয়েল দিতে পারি নাই। দোস্ত এইডের লোক আমাদের বাড়িতে গিয়ে তালিকা করে আমাদের টিউবওয়েল দিয়েছে।
আরেকজন দুস্থ বিধবা মহিলা আমেনা চোখের পানি ফেলে বলেন, আমি অন্য বাড়ির টিউবওয়েল ব্যবহার করতাম। আমার ছেলে-মেয়ে কেউ নেই। আমি সারা জীবন দোয়া করব যারা আমাকে টিউবওয়েল দিয়েছেন।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ছোটন জানান, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, আমরা সর্বদা অসহায় দোস্ত পরিবারের পাশে আছি, থাকবো।
টিউবওয়েল বিতরণের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ পারুল (চৌধুরী)। অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম (ছোটন) এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান(দুলাল) এমপি। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামান আব্দুন নাসের (বাবুল)। উপস্থিত ছিলেন আরও অনেকে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’ আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নয়নমূলক কার্যক্রমগুলোর মধ্যে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণে সহযোগিতা, টিউবওয়েল বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, স্যানিটারি সামগ্রী বিতরণ, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মসজিদ ও মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে মান সম্মত পাকা অজুখানা ও টয়লেট নির্মান সহ শিক্ষার্থীদের মধ্যে গরিব মেধাবীদের আর্থিক সহযোগিতা প্রদান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
আনন্দবাজার/টি এস পি