শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গবির নতুন প্রক্টর ড. জিয়াউল আহসান

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের(গবি) প্রথম প্রক্টর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. জিয়াউল আহসান। একইসাথে তিনি রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। এ নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের প্রক্টর খরার অবসান হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনাকে (ড. মো.জিয়াউল আহসান) গণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব করা হলো।’ যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়, যা পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. জিয়াউল আহসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তিনি মাস্টার অব ফিলোসোফি (এম.ফিল.) এবং ডক্টর অব ফিলোসোফি (পি.এইচ.ডি.) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

আনন্দবাজার/শাহী/আশিকুর

আরও পড়ুনঃ  উত্তরপত্র পেয়ে শিক্ষার্থীরা জানলো পরীক্ষা স্থগিত

সংবাদটি শেয়ার করুন