শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা স্টেডিয়ামে আজ বসুন্ধরার প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ

কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগে অপরাজিত থাকা বসুন্ধরা কিংস আর পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকা দল বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। আজ বিকাল ৩ টায় ম্যাচটি শুরু হবে। গতকাল রবিবার বিকালে দুই দলই অনুশীলন করেছে কুমিল্লা স্টেডিয়ামে।

টানা অপরাজিত থাকা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের শীষ্য কিংসরা জয়ের ধারায় থাকতে চাইবে নিজেদের ঘরের মাঠ কুমিল্লায়। তপু বর্মন, বিশ্বনাথদের সাথে অনুশীলনে ঘাম ঝরান দুর্দান্ত ফর্মে থাকা রবিনিয়ো, বেসেরা, ফার্নান্দেস। আর বসুন্ধরার সাথে কুমিল্লায় জিতে লীগে লড়াইয়ে ফেরার অপেক্ষায় মালয়েশিয়ান কোচ রাজা ইসার মুক্তিযোদ্ধা। জাপানি কাপ্তান ইউসুকে ক্যাটোর সাথে টানা দুই ঘন্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ওসাই মং মারমা, সোহেল রানা, নিপুরা।

বিপিএল ফুটবল লীগে এখনো অপরাজিত আছে বসুন্ধরা কিংস, ৬ ম্যাচে টানা জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে হাবুডুবু খাওয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ৫ ম্যাচে একটিতে জিতে পয়েন্ট নিয়েছে ৩। বাকি সবগুলোতেই হেরেছে তারা।

আগামীকাল কুমিল্লার আরেক দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ ক্লাব। আজ ও আগামীকাল ঘরের মাঠে বসুন্ধরা ও মোহমেডানের টানা দুই দিনের ম্যাচ নিয়ে উন্মাদনায় ভাসছে পুরো কুমিল্লায়।

আনন্দবাজার/শাহী/আলাউদ্দিন

আরও পড়ুনঃ  বাঁশখালীতে মেছোবাঘ হত্যা করে কাঁধে নিয়ে আনন্দ মিছিল

সংবাদটি শেয়ার করুন