কক্সবাজারের চকরিয়া অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধ ও কৃষি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ২ শ্রমিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি ডাম্পার গাড়ি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) উপজেলা ডুলাহাজারা ইউনিয়নে রংমহল এলাকায় বেলা ১২টায় শুরু হওয়া বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ী আটককৃতরা হলেন, উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকায় জসীম উদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৪) পৌরসভার ভাঙার মুখের সাহাব উদ্দিনের ছেলে মোঃ আলমগীর (৩০)। এদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন বলেন, কতিপয় অবৈধ বালু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন বসিয়ে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলণ করছিল। বিভিন্নস্থানে বসানো সাতটি শক্তিশালী ড্রেজার এবং কয়েকশত ফুট পাইপ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে একমাস করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে। এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
আনন্দবাজার/শাহী/রাজু