ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃত্যু ২৩ লাখ ছুঁইছুঁই

করোনার তাণ্ডব কমে আসলেও থেমে নেই মৃত্যু আর আক্রান্তের মিছিল। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ২২ লাখ ৭৮ হাজার ৪৪০ জনের আর সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৩৪ জন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪৫৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৯৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৭৭৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয়তে থাকা ভারতে করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ৭ লাখ ৯১ হাজার ১২৩ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৭৪২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৫০৮ জন।

করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৩৯ হাজার ৪২০ জন। মারা গেছেন ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জন এবং সুস্থ হয়েছেন ৮২ লাখ ৩৬ হাজার ৮৬৪ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন