ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভার্সেটাইল পারফর্ম করতে চাই: ফারহান

মডেল ও অভিনেতা মুশফিক আর ফারহান, অভিনয়ের মাধ্যমে বর্তমান সময়ের একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। বর্তমান ব্যস্ত আছেন ভ্যালেন্টাইনের বেশ কিছু নাটকের কাজ নিয়ে নিয়ে। নাটকের নানান দিক ও বর্তমান ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন, রিজন আহমেদ।

১. কেমন আছেন?

জ্বি আলহামদুলিল্লাহ ভালো আছি।

২. লকডাউন কালীন সময় কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং করোনাকাল কিভাবে কাটছে?

হুট করে কাজ বন্ধ হয়ে গেলে সবার যেমনটা হয় তেমনি ভাবে একটু তো খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছে । প্রতিটি ক্যারিয়ারই একটা প্ল্যান থাকে আমারও কিছু প্ল্যান ছিল যেগুলোতে ব্যাঘাত ঘটে। তাছাড়া তখন আমার অভিনয় ক্যারিয়ারে রাইজিং মোমেন্ট ছিল সেই জায়গা থেকে একটু তো খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। কিন্তু লকডাউনে বাসায় সময় দিয়েছি, আমার জীবনের প্রথম এতটা সময় আমি আমার পরিবারকে দিতে পেড়েছি, পরিবারকে জেনেছি, বুঝেছি, যেটা আসলে দরকার ছিল খুব।

৩. বাংলা নাটক ইন্ডাস্ট্রি কি পারবে করোনাকালীন এই ধাক্কা পুষিয়ে নিতে?

ইনশাআল্লাহ অবশ্যই কামব্যাক হবে সেটা কোন ব্যাপার না। আসলে এখন প্রচুর ভালো কাজ হচ্ছে ওটিজি থেকে শুরু করে ফিকশন এমনকি ফিল্মের জায়গাটা ও বড় হচ্ছে। সবাই ভালো কাজ করছে। এখন ভালো কাজ দরকার, ভালো মেকিং দরকার তাহলে খুব কম সময়ে এই ধাক্কা সামলে উঠা সম্ভব ।

৪. ছিলেন আরজে হলেন অভিনেতা নিজের মধ্যে হঠাৎ অভিনয় প্রতিভা কীভাবে টের পেলেন?

অভিনয় প্রতিভা আছে এটা আসলে কখনই টের পাইনি। পরিস্থিতি এই জায়গায় নিয়ে আসছে, আর কিছুইনা। সর্বপ্রথম মাবরুর রশিদ বান্নাহ ভাইয়ের কলে কাজ করি। সেখান থেকেই জার্নি শুরু আসলে।

৫. দর্শক ফারহানকে এত ভালোবাসে কেন?

কঠিন প্রশ্ন। সেটা তো দর্শক ভালো বলতে পারবে। আমি বলতে পারবো? হা হা হা…

৬. নতুন বছরে কাজের ধরণ কেমন হওয়া উচিত বলে মনে করেন এবং কি ধরনের পরিবর্তন আনতে চান কাজের ক্ষেত্রে ?

নতুন বছর একটু আলাদা কিছু করতে চাই। শুধুমাত্র নতুন বছর এই জন্য না, লকডাউন এর পরেই একটা রিয়েলাইজেশন ছিল যে নতুনভাবে শুরু করব তো সেই চেষ্টাটা করছি। এই বছর চেষ্টা করব ভার্সেটাইল পারফর্ম করার জন্য। যেকোনো জার্নিতে অনেক মিসটেক বা ভুল হয়,প্রতিটি শিল্পীর সেরকম ভুল হয়েছে বা হতো। সেই জায়গা থেকে আমারও হয়েছে। তাই সেটা কাভার করার চেষ্টা করব  ভালো কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব। দর্শকদের ভালবাসাগুলো নিজের সবটুকু দিয়ে ধরে রাখার চেষ্টা করব।

৭. বর্তমান ব্যস্ততা নিয়ে বলেন 

একটু প্রেসার । আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালোবাসে। সব পরিচালকদের ভালোবাসা পাচ্ছি। মাসে ৩০ দিন চাইলেই সবার কাজ করা যায় না। যে কারণে অনেকের একটু অভিমানের জায়গাটা আছে যে সবার সাথে কাজ করা হচ্ছে না। কিন্তু আমি আমার সবটুকু দিয়ে চাই সবার সাথে কাজ করতে। চাপ একটু বেশি কারণ সামনে ভ্যালেন্টাইন। তারপর আসছে পহেলা বৈশাখ,এরপর ঈদ মোটামুটি লং রান একটা জার্নি আছে । যে কারণে ব্যস্ততার পরিমাণ বেশি।

৮. সিনেমায় যাওয়ার পরিকল্পনা আছে কি?

অবশ্যই। খুব শীঘ্রই চমক থাকছে।

ভার্সেটাইল পারফর্ম করতে চাই
ভার্সেটাইল পারফর্ম করতে চাই

৯.প্রেম করেছেন ?

অবশ্যই।এমন একটা বয়স এই বয়সে কে প্রেম করেনি? কেন আপনি করেন নাই? তাহলে আপনি করলে আমি কেন করতে পারবোনা। আপনিও মানুষ আমিও মানুষ।আপনিও তো অভিনয় করেন অভিনয় করলে কি প্রেম করা যাবে না?

১০. শোনা যায় ফারহান মানুষকে অনেক ভালোবাসতে জানে। এবং মানব দরদি ব্যাপারটার সত্যটা জানতে চাই।

মানবদরদি বা কতটুকু ভালবাসতে জানি তা আসলে জানি না, তবে হ্যাঁ চেষ্টা করি।কিন্তু পাবলিসিটি করা আমার অপছন্দ। কাউকে হেল্প করে সাপোর্ট দিয়ে পাবলিসিটি, শো আফ এগুলো ভালো লাগেনা।

১১. অভিনয় আরজিং পাশাপাশি যতটুকু জানি লেখালেখিও করেন এবং দুটি বইও আছে আপনার। লেখালেখি নিয়ে কোন প্লান আছে কি?

আপনি তো নিজেই একজন লেখক। লেখালেখির স্কিলটা অনেক হাই, সেটার আশেপাশেও আমি নাই। আমার যে দুটি বই বের হয়েছিল সেগুলো ছিল গল্পগুচ্ছ। লিসেনারদের জীবন থেকে নেওয়া ছোট ছোট দশ-বারোটা গল্প নিয়ে বই বের হয়। ওই জায়গার দিক থেকে লেখালেখির ব্যাপারে খুব বেশি দক্ষ হতে হবে এমনটা না।এছাড়া লেখালেখি নিয়ে তেমন কোন প্ল্যান নেই।

১২.সময় দেয়ার জন্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

আনন্দবাজার/শাহী/রিজন

সংবাদটি শেয়ার করুন