এবার শীততাপনিয়ন্ত্রিত(এসি) বাস পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সদস্যবৃন্দ।
বুধবার (৩রা ফেব্রুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন দুই এর সামনে কর্মকর্তা সদস্যবৃন্দের জন্য নতুন একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজের গুনগতমানের জন্য প্রয়োজন কাজের সঠিক পরিবেশ। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের জন্য পরিবহন পুলে নতুন বাস যুক্ত করেছি। বর্তমানে আমাদের পরিবহন পুল স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরো বলেন, সুশাসন ও জবাবদিহিতার জায়গায় কর্মকর্তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলে মিলে বিশ্ববিদ্যালয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে নিরলস কাজ করে যাবেন এটাই প্রত্যাশা। কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না। নিয়মের মধ্যে থেকে আপনাদের যেকোনও যৌক্তিক দাবি পূরনে আপনাদের পাশে আমি থাকবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ড. মো. আশরাফুল আলম, প্রফেসর ড. মো আখতারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রক্টর(ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল, অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মোর্শেদ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/দেলোয়ার