গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটীতে ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ফরাজী সুপার লীগ টি-২০’ টুর্নামেন্টে সিজন-১ ফাইনাল খেলায় লো-স্কোয়ারিং ম্যাচে জিতে প্রথমবারের মতো বিজয়ী ট্রফি ঘরে তুললো ইউনাইটেড স্পোটিং ক্লাব খিরাটী।
গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) উপজেলার খিরাটী এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে তারা যুব কল্যাণ সংঘ ক্রিকেট টিমকে ২ উইকেটে হারিয়ে দিয়ে জয় তুলে নেয়। এতে ম্যাচ সেরা হন ইউনাইটেড স্পোটিং ক্লাব’র অলরাউন্ডার মোহাম্মদ জনি।
এদিকে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে যুব কল্যাণ সংঘ ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সবোর্চ্চ রান রাশেদ ৪৩ বলে ৪২ রান করেন। এছাড়া দলের পক্ষে কামরুল ইসলাম ব্যক্তিগত ১০ রান করেন।
এছাড়া যুব কল্যাণ সংঘ ক্রিকেট টিমের পক্ষে উইকেট পান আব্দুল্লাহ ৫টি, রাশেদ ২টি ও খোকন ১টি করে উইকেট নেন। জবাবে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ক্রিকেট টিম ৯ উইকেট হারিয়ে ৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইমন ৩৫ বলে ২৮ রান ও জনি ১৯ রান করেন। ইউনাইটেড স্পোটিং ক্লাবের পক্ষে উইকেট পান মুরসালিন ৩টি এবং সোহাগ, জনি ২টি করে উইকেট নেন।
ফজলুল হক ফরাজীর সভাপতিত্বে ও ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজীর প্রধান পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ’র পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মোজাম্মেল হক পিন্টু ও বাংলাদেশ আওয়ামীলীগের ঘাগটিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ তারেক হোসেন রিপন।
টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহীনুর আলম সেলিম, ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (হিরণ মোল্লা), যুগ্ম-সাধারণ সম্পাদক ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ সাইফুল ইসলাম কলিম,কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ফরহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ আওয়ামীলীগ ঘাগটিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি এস.এম আলমগীর, ঘাগটিয়া ইউনিয়ন শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শামসুল হক জুয়েল, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সালাহ উদ্দিন রতন ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান মাঝি, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কাপাসিয়া উপজেলা সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম শ্যামল মোল্লা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আলম তোফাজ্জল, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কফিল উদ্দিন শুকুর, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ওমর ফারুক আকন্দসহ প্রমুখ নের্তৃবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে বধানে ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের অন্যতম সদস্য আবু তৈয়ব ফরাজী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাকিব উল্লাহ ও টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মোল্লা।
এদিকে, ফরাজী সুপার লীগ টি-২০ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী।
আনন্দবাজার/শাহী/সবুজ