ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরুড়ায় কেন্দ্র দখলের অভিযোগ

এজেন্ট বের করে দেয়াসহ আওয়ামী লীগ মেয়র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করছেন কুমিল্লার বরুড়া পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারী।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে পৌরসভার মধ্যবাজারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের ভেতর-বাইরে সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা অবস্থান নেন। এজেন্টরা কেন্দ্রে যেতে চাইলে বাধা দিয়ে কাগজ ছিঁড়ে ফেলা হয়।

জসিম পাটোয়ারী বলেন, আমি দুই বারের মেয়র। জনপ্রিয়তা না থাকলে দুবার মেয়র হতে পারতাম না। নিজেই সকাল সাড়ে ১০টার দিকে অর্জুনতলা কেন্দ্রে যেতে চাইলে নৌকার ক্যাডাররা বাধা দেয়।

কেন্দ্র দখলের বিষয়ে তিনি বলেন, বরুড়া হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুধু এজেন্ট দিতে পারলেও অপর ১৬টিতে এজেন্ট দিতে পারিনি।

তিনি আরও বলেন, প্রশাসনের সরাসরি সহায়তায় নৌকাকে বিজয়ী করতে ভোট লুট করা হচ্ছে।

তবে বিএনপির প্রার্থীর এমন অভিযোগ অস্বীকার করেছেন নৌকার মেয়র প্রার্থী বক্তার হোসেন। তিনি বলেন, বিএনপির এজেন্টরা কেন্দ্রেই যায়নি।

অভিযোগ প্রসঙ্গে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, এ বিষয়ে এখনও কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে।

আনন্দবাজার/শাহী/আলাউদ্দিন

সংবাদটি শেয়ার করুন