আজকে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার সাধারণ নির্বাচন। সকাল থেকেই কেন্দ্র গুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ নির্বাচনে মেয়র আওয়ামী লীগ, বিএনপি ও আ.লীগের স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন তফসিল অনুযায়ী ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এ নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, বিএনপি মনোনীত (ধানের শীষ) পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী (জগ প্রতীক) সাবেক প্যানেল মেয়র আব্দুস ছাত্তার।
ময়মনসিংহ আঞ্চলিক কর্মকর্তা ও উপজেলা সহকারী রির্টানিং অফিসার মোশারফ হোসেন জানান, এ পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর প্রার্থী ৩০ জন ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৮৪৪ জন। মোট ১০টি কেন্দ্রের ৫৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আনন্দবাজার/শাহী/ইমরান