ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বেক্সিমকো ফার্মার ওয়ারহাউজে করোনার ৫০ লাখ টিকা

হযরত শাহ্ জালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে অক্সফোর্ডের ৫০ লাখ করোনার ভ্যাকসিনের প্রথম চালান বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ার হাউজে এসে পৌঁছায়।

এদিকে টিকার এ চালান বেক্সিমকো ফার্মার বিশেষায়িত ফ্রিজার ভ্যানে করে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকার ওয়ারহাউজে নিয়ে আসা হয়।

এদিকে বেক্সিমকো কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টার দিকে হযরত শাহ্ জালাল আন্তজার্তিক বিমানবন্দরে ভারত থেকে অক্সফোর্ডের টিকার প্রথম চালান এসে পৌঁছেছে। সেখানকার সকল কার্যক্রম শেষে বিশেষায়িত ভ্যানে করে টিকাগুলো পুলিশ পাহাড়ায় টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মার ওয়ারহাউজের উদ্দেশ্যে রওনা দেয়।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন