ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে ভলিবল ফাইনাল

টাঙ্গাইলের কালিহাতীতে মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার নারান্দিয়া ‘বিজয় ৭১ ক্লাব’ এর উদ্যোগে নারান্দিয়া টি.আর.কে.এন স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করেন। ফাইনাল খেলায় বেলটিয়া ভলিবল ক্লাব ৮০-৬৪ পয়েন্টে আলীপুর ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

এ খেলায় অংশ নেয় জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মো.জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিডিবি ও এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, এলেঙ্গা পৌর সভার মেয়র নূরে আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ, নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দবাজার/শাহী/ইমরান

সংবাদটি শেয়ার করুন