ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনে ২ লাখ মানুষ করোনার টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে না। বরং সম্মুখসারির করোনাযোদ্ধারাই আগে টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ফটোস্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘উপহার’ হিসেবে ভারতের কাছ থেকে পেতে যাওয়া ভ্যাকসিন দিয়েই দেশে শুরু হয়ে টিকাদান কার্যক্রম।

মঙ্গলবার তিনি জানান, দিনে ২ লাখ মানুষ টিকা পাবে। এরমধ্যে ঢাকায় আগে ভ্যাকসিন দেওয়া হবে। শুরুতে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে না।

দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে না। বরং সম্মুখসারির করোনাযোদ্ধারাই আগে টিকা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

‘উপহার’ হিসেবে ভারতের পাঠানো ২০ লাখ ডোজ ভ্যাকসিন আগামীকাল দেশে আশার কথা রয়েছে। তবে কখন সেগুলো পৌঁছবে, তা নিশ্চিত করতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী ২৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাস ভ্যাকসিন পাঠাবে।

‘আমরা সেই ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ পাব। এর পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে বিনামূল্যে দিবে। এ ছাড়াও ভ্যাকসিনের জন্য আমরা অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি,’ বলেছিলেন মন্ত্রী।

 

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন