ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ১৬৫ ভূমিহীন পাচ্ছেন জমিসহ ঘর

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬৫ ভূমিহীন ও গৃহহীনরা পাচ্ছেন জমিসহ নতুন ঘর। এরইমধ্যে উপজেলার ৪টি ইউনিয়নসহ বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। দুই এক দিনের মধ্যে উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে দলিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানায়,মুজিব শতবর্ষ উপলক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নের ১৬৫টি গৃহহীন পরিবার পাচ্ছেন জমিসহ সেমি পাকা ঘর। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। মোট ব্যয় ২ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা। ইতি মধ্যে ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে।
নিদিষ্ট ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী মালামালের গুনগত মান বজায় রেখে মান সম্মত ঘর নির্মাণ করা হয়েছে।

ইউএনও মোঃ তৌহিদুর রহমান জানান,প্রধানমন্ত্রীর অঙ্গীকার মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। সে অনুযায়ী এ উপজেলায় ১৬৫জন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে কবুলিয়ত ও নামজারীর কাজ শেষ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে দলিল।

আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর

সংবাদটি শেয়ার করুন