ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় মাদক বিস্তারের প্রতিবাদে মানববন্ধন

বরগুনার সদর উপজেলার চালিতাতলী বাজারে মাদক বিস্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার (১৮ জানুয়ারী) সকাল ১০টার দিকে চালিতাতলী বাজারে এ কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, মাদকের প্রতিবাদ করায় চালিতাতলী বাজারের মনির খানকে কুপিয়ে আহত করেছে একই এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারী। মাদকের হাত থেকে বাচঁতে স্থানীয়ারা মানববন্ধন করেছে। এ হামলার ঘটনায় আহত মনিরের বোন লিলি বেগম মামলা দায়ের করেছে। মানববন্ধন চলাকালীন সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী এবং মাদকের হাত থেকে বাচঁতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন, মোসাঃলিলি বেগম, মুক্তিযোদ্ধা মোবারক আলী, আশ্রাব আলী আকন, বারেক হাওলাদার প্রমুখ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো.তরিকুল ইসলাম বলেন, আহত মনির সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বোন ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে।আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আনন্দবাজার/শাহী/ইব্রাহীম

সংবাদটি শেয়ার করুন