ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেলেন ফেনীর ১৫ গৃহহীন পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর পেলেন ফেনীর সদর উপজেলার ১৫ গৃহহীন পরিবার। রবিবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলায় নির্মিত ঘরগুলোর চাবি আনুষ্ঠানিক ভাবে উপকারভুগীদের মাঝে হস্তান্তর করেন ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে ও ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাখার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মোঃ মঞ্জুরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা প্রমুখ।

মুজিব বর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীনদের আশ্রয়ণের আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ফেনীর সদর উপজেলার ধর্মপুরে ১৫ টি পরিবারের মাঝে এসব ঘর বরাদ্দ দেওয়া হয়। ১ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১৫ টি ঘর নির্মাণ বাবদ খরচ হয় ২৬ লক্ষ ২৫ হাজার টাকা।

প্রত্যেকটি আধাপাকা ঘরে রয়েছে দুটি করে কক্ষ,একটি শৌচাগার ও একটি রান্নাঘর। সিলিং এ ব্যবহার করা হয়েছে লোহার এঙ্গেল ও উপরে ব্যবহৃত হয়েছে রঙিন টিন। ইউনিয়নের তালতলার বরইয়া টিলার ৩৩ শতক খাস জায়গায় নির্মিত হয় ঘরগুলো।

প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকার অসহায় মানুষের সরকার উল্লেখ করে নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বর্তমান সরকার যা করে আসছেন তা পূর্বে কেউ করেনি। পর্যায়ক্রমে ইউনিয়নের আরো ২০ টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সাংসদ নিজাম হাজারী। এছাড়া কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে না জড়ানোর জন্যে উপকারভুগীদের আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে বেজায় খুশি ছিন্নমূল এই মানুষেরা, অনুভূতি প্রকাশকালে ধন্যবাদ আর কৃতজ্ঞতার সহিত প্রধানমন্ত্রীকে স্মরণ করেন তারা।

আনন্দবাজার/শহক/ছিসু

সংবাদটি শেয়ার করুন