ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নিয়োগবিধি-২০২০’ নিয়ে রেল শ্রমিকদের বিক্ষোভ

‘নিয়োগবিধি-২০২০’ নিয়ে বিক্ষোভ করেছে রেল শ্রমিকরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) কমলাপুর রেল স্টেশনের ভিআইপি গেটের সামনে সকাল ১২টায় বিক্ষোভ সমাবেশ করে রেল শ্রমিকরা। এরপর তারা মিছিল নিয়ে প্রশাসন ভবন ঘুরে ভিআইপি গেটের সামনে এসে প্রতিবাদ জানায়।

এর আগে গত ২২ নভেম্বর ‘নিয়োগবিধি-২০২০’ এর প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর থেকেই সারা দেশে সভা-সমাবেশ, মিছিল করতে থাকে রেল শ্রমিকরা।

বিক্ষোভে বক্তারা বলেন, ‘নিয়োগবিধি-২০২০’ একটি শ্রমিক অসন্তোষমূলক বিধি। এখানে শ্রমিকদের অধিকার হরণ করা হয়েছে। যদিও সরকার ঘোষিত কোন ব্লক পোস্ট থাকবে না তথাপি কোথাও কোথাও টাইম কিপার পদটি ব্লক রাখা হয়েছে।

‘নিয়োগবিধি-২০২০’ এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ। এতে টিসি খালাসীদের কোন পদোন্নতি রাখা হয়নি। এর আগের নিয়োগবিধি অনুযায়ী সনদবিহীন খালাসীদের টেলিকম সহকারী হিসেবে পদোন্নতির একটা সুযোগ ছিল। কিন্তু নতুন এই নিয়োগবিধিতে সরাসরি শতভাগ নিয়োগের নিয়ম করায় তাদের সেই পদোন্নতির সুযোগ আর থাকছে না। আগের ‘নিয়োগবিধি-১৯৮৫’ তে সনদধারী খালাসীদের এইচএসসি পাস যোগ্যতায় টিসিএম গ্রেট-২ তে এবং অফিস সহকারী টাইম কিপার পদে পদোন্নতির সুযোগ ছিল। যা নতুন এই নিয়োগবিধিতে বাতিল করা হয়েছে।

নতুন নিয়োগবিধিতে বিজ্ঞান বিষয়ে স্নাতকদের ডিপ্লোমা ইন্জিনিয়ারদের তত্বাবধানে কাজ করার মত বিভ্রাটের সুযোগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে রেল শ্রমিকদের মাঝে তৈরি হয়েছে অসন্তোষ। নিয়োগবিধির এসব আপত্তি নিয়ে জি.এম, ডি.জি, এ.ডি.জি ও সিএসটিই কর্মকর্তাদের অফিসে ধরনা দিয়েও কোন ফল পায়নি শ্রমিকরা।

রেল শ্রমিকদের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রেল শ্রমিকলীগের সভাপতি এবং জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি এডঃ হুমায়ুন কবীর, রেল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএএফ সুমন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ আরও অনেকে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন