ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নীলফামারীর প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোখলেছুর রহমান পিপিএম, জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহ ভোটগ্রহণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পরিচালিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল আলম।

আনন্দবাজার/শাহী/মনন

সংবাদটি শেয়ার করুন