ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্য চুরি হল ফেসবুক থেকে

ফেসবুক গ্রুপ ব্যবহারকারীদের বিনিময় করা তথ্য,নাম ও ছবি চুরি করেছে প্রায় ১০০ অ্যাপ নির্মাতা। ৬ নভেম্বর এক ব্লগপোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসার আগেই প্রায় ৬০ দিনের মত তথ্য চুরি করে এসব অ্যাপ। প্রাইভেসি সেটিংসের ত্রুটি কাজে লাগিয়ে গ্রুপ ব্যবহারকারীদের এই তথ্যগুলো চুরি করে তারা।

অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ফেসবুকে ব্যবহারের জন্য অ্যাপ নির্মাতাদের ফেসবুক গ্রুপের নাম, ধরন ও সদস্যসংখ্যা জানার সুযোগ দিতে হয়। এর বাইরে গিয়ে অ্যাপগুলো অনুমতি ছাড়াই তথ্যগুলো চুরি করেছিল।

এসকল অ্যাপের কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। চুরি করে নেয়া এসব তথ্য ডিলেট করার জন্য অনুরোধ করা হবে এবং ডিলেট করা হয়েছে কী না সেটি নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। তবে এখনো চুরি করা কোনো তথ্যের অপব্যবহার হয়নি বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

 

সংবাদটি শেয়ার করুন