ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি

ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি সরকার। এর ফলে দেশটিতে ভ্রমণে আপাতত আর কোন বাধা থাকল না। রবিবার রাত ১১টা থেকে দেশটিতে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা সৌদি আরব। পরবর্তীতে আরও সাত দিন বাড়ানো হয় এর মেয়াদ। ১৫ দিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কর্তৃপক্ষ।

এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্রপথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সৌদিতে প্রবেশের জন্য অবশ্যই সাথে থাকতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট।

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা সৌদি নাগরিক নয় এমন ব্যক্তিদের সৌদিতে প্রবেশের আগে কমপক্ষে ১৪ দিন এসব দেশগুলোর বাইরে থাকতে হবে। এছাড়া যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে আসা সৌদি নাগরিকদের ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে থাকতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন