নারায়ণগঞ্জে একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লেগেছে। রবিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় আগুনের সূত্রপাত ঘটে।
সোনারগাঁও, মেঘনা ও গজারিয়া ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
সোনারগাঁও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কমান্ডার সুজন হাওলাদার জানান, কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বেলা পৌনে ১১টার দিকে। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
আনন্দবাজার/ডব্লিউ এস