ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে অতিরিক্ত টোল আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বড় পশুর হাট কাতিহারে শনিবার (২ জানুয়ারি) অতিরিক্ত টোল আদায় এবং সেবার মূল্য তালিকা না থাকার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিন দুপুরে রাণীশংকৈল সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা সরেজমিনে গিয়ে এ জরিমানা করেন। এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

প্রশাসন সুত্রে জানা গেছে কাতিহার পশুর হাটে সেবার জন্য মূল্য তালিকা না থাকায় এবং সরকারি টোল আদায়ের হার অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকার পরিবর্তে ৩২০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকার পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় প্রমানের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় হাট ইজাদার গোলাম আজমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যপারে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত টোল আদায়ের অপরাধে এ জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন