হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে শুরু হচ্ছে পেঁয়াজ আমদানি। দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ভারত সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আজ শনিবার (২ জানুয়ারি) থেকে দেশে পেঁয়াজ আমদানি শুরু হবে।
পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন, ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংকে পাঁচ-ছয় হাজার মেট্রিক টনের এলসি করা হয়েছে। ভারত থেকে পেঁয়াজ দেশে আসার খবরে দেশে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
হিলি স্থলবন্দরের কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, সংকট ও মূল্যবৃদ্ধির কারণ উল্লেখ করে গত বছরের ১৪ সেপ্টেবম্বর ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে দেশে পেঁয়াজের দাম কয়েক গুণ বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমদানিকারকরা পাকিস্তান, মিয়ানমার, মিশর, তুরস্ক ও চীন থেকে আমদানি শুরু করে।
বাংলাহিলি বাজারের খুচরা বিক্রেতারা জানান, ভারত থেকে আজ শনিবার দেশে পেঁয়াজ আমদানি হবে এই খবর ছড়িয়ে পড়ায় বাজারে প্রতি কেজিতে ছয়-আট টাকা করে দাম কমে গেছে। গতকাল শুক্রবার পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৩২ টাকায়। এর আগে এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৬-৪০ টাকায়।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, আজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। এবার রফতানির ক্ষেত্রে ভারত সরকার এখনো কোনো মূল্য নির্ধারণ করেনি। অনেক ব্যবসায়ী ব্যাংকে এলসি করেছেন। তবে ২০০-৩০০ ডলারের মধ্যেই আমদানি মূল্য হতে পারে। ভারতের পেঁয়াজ দেশে আমদানি হলে ২০-২৫ টাকার মধ্যে পাইকারি বিক্রি হবে। চাহিদার ওপর নির্ভর করে আমরা পেঁয়াজ আমদানি করব।
আনন্দবাজার/ডব্লিউ এস