বাজারে এসেছে নতুন পেঁয়াজ। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতও পেঁয়াজ রফতানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে রাজধানীর বাজারগুলোতে। কিছুটা কমেছে নতুন আলুর দামও। তবে বেড়েছে পুরনো আলুর দাম।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন দেশি পেঁয়াজের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আমদানি করা পেঁয়াজও রয়েছে। এতে গত সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ভালো মানের দেশি পেঁয়াজের দাম কমে এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানি করা পেঁয়াজ আগের মতোই ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাওরানবাজারের একজন পেঁয়াজ ব্যবসায়ী জানান, বাজারে এখন পেঁয়াজের কমতি নেই। দুই সপ্তাহের বেশি সময় ধরে ভালো মানের নতুন দেশি পেঁয়াজ বাজারে ভরপুর আসছে। এখন ভারতও রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নতুন আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমবে।
এদিকে বেড়েছে পুরনো আলুর দাম। এখন প্রতি কেজি পুরনো আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। তবে কিছুটা কমেছে নতুন আলুর দাম। গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া নতুন আলু এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে খুব বেশি হেরফের হয়নি সবজির দামে। আগের মতোই শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়।
আনন্দবাজার/টি এস পি