করোনার থাবায় এবার ভিন্নভাবে উদযাপিত হলো খ্রিস্টীয় নতুন বছর। সিডনি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত আতশবাজি ও জনসমাগম বাতিল করা হয়েছে। করোনার নতুন বৈশিষ্ট্য প্রতিরোধে ইউরোপেও যেকোন ধরণের উৎসব বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্রান্সে রাতে কারফিউ জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। সান ফ্রান্সিসকো ও লাস ভেগাসসহ বেশ কিছু শহরে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এশিয়ার দেশ চীন, জাপানে সীমিত করা হয়েছে উদযাপন। ভারতের দিল্লীসহ অন্যান্য বেশ কয়েকটি শহরে রাতে কারফিউ জারি করা হয়।
আয়ারল্যান্ডেও জারি করা হয়েছে কঠোর সতর্কতা। জার্মানীতে ১০ জানুয়ারী পর্যন্ত চলছে লকডাউন। ইতালিতেও কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রয়েছে বেশিরভাগ বার, রেস্তোরা। নেদারল্যান্ডসেও চলছে লকডাউন। ফলে এসব দেশে বন্ধ দরজার পেছনে ১২ টা ১ মিনিটে কাউন্টডাউন করে নতুন বছর উদযাপন করা হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত সারা বিশ্বে ১৮ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছে। শনাক্ত হয়েছে ৮ কোটি ৩৮ লাখের বেশি মানুষ।
আনন্দবাজার/ডব্লিউ এস