বাণিজ্যিক জাহাজ আগমনে আবারও নতুন রেকর্ড গড়েছে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। ডিসেম্বর মাসে এ বন্দরে মোট জাহাজ এসেছে ১১৭ টি। মোংলা বন্দর প্রতিষ্ঠার পর এক মাসে ১১৭ টি জাহাজ আগমনের ঘটনা এটাই প্রথম। এর আগে গত নভেম্বরে মোংলায় জাহাজ এসেছিল ১০৬ টি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ৪১৬ টি, ২০১৫-২০১৬ অর্থবছরে ছিল ৪৮২ টি, ২০১৬ -২০১৭ অর্থবছরে ছিল ৬২৪ টি, ২০১৭- ২০১৮ অর্থবছরে ছিল ৭৮৪ টি, ২০১৮ – ২০১৯ অর্থবছরে ছিল ৯১২টি।
পরিসংখ্যানে দেখা যায় প্রতিবছরই বন্দরে ১২০ থেকে ১৫০ টির মত জাহাজ আগমন বেড়েছে। সেই ধারাবাহিকতায় ২০২১ সালে মোংলা বন্দরে জাহাজ আগমন ১ হাজারের বেশি ছাড়িয়ে যাবে।
আনন্দবাজার/শাহী/সুজন