আগামী নতুন বছর দেশের অর্থনীতি আরও ভালো হবে বলে প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৩০ ডিসেম্বর) অর্থনৈতিকবিষয়ক এবং ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ২০২০ সালে সারাবিশ্ব করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলো জিডিপিবিষয়ক পূর্বাভাসও দিয়েছে, যেখানে মহামারি সত্ত্বেও ভালো অবস্থানে আছে বাংলাদেশ।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বে করোনা যেহেতু এখনো শেষ হয়নি সেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে সব প্রকার সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।
এদিকে ক্রয় কমিটির এ সভায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্তও হয়। যেখানে প্রতি কেজি খরচ পড়বে ৩৩ টাকা ৭২ পয়সা। ৫০ হাজার টন চাল কিনতে খরচ হবে ১৬৮ কোটি টাকা।
আনন্দবাজার/শহক