ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা শাসনগাছা রেলক্রসিংয়ে ট্রেন-সিএনজি অটোরিক্সা সংঘর্ষ

কুমিল্লা শাসনগাছা রেলক্রসিংয়ে ট্রেন-সিএনজি অটোরিক্সা সংঘর্ষ

কুমিল্লা শাসনগাছা বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৭ টায় রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

কুমিল্লা রেলস্টেশন মাষ্টার সফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময়ে রেললাইনের উপরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়।

এসময় সিএনজি অটোরিক্সাটিকে মুখে করে প্রায় তিনশ গজ দূরে নিয়ে যায়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং এর দুই মহিলাসহ চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ফরিদ মুন্সী নামে একজন মারা যান। পরে চিকিৎধিন অবস্থায় তার স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মারা যায়। আহত ২ জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

এ দুর্ঘটনায় রেল ইঞ্জিনের এয়ার পাইপ নষ্ট হয়ে গেলে মালগাড়িটি রেলস্টেশনে এনে মেরামত করা হয়।

আনন্দবাজার/শাহী/বাশার

সংবাদটি শেয়ার করুন