ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নগরবাসীর স্বার্থেই উচ্ছেদ চালানো হচ্ছে এবং হবে’

দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ উচ্ছেদ কার্যক্রম কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং নগরবাসীর স্বার্থেই উচ্ছেদ চালানো হচ্ছে এবং হবে বলে জানিয়েছেন ক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন শেষে মেয়র এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ৭৫ টি ওয়ার্ডেই আগামী জুন নাগাদ বর্জ্য স্থানান্তরের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টার মধ্যে এলাকা থেকে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করবে পরিছন্নতাকর্মীরা। তাই খোলা স্থানে ময়লা ফেলে না রাখার জন্য নগরবাসীরকে আহ্বান জানান।

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মেয়র বলেন, আগামীকাল ঢাকা ওয়াসার অধীনে সকল খাল দক্ষিণ সিটি করপোরেশনে কাছে হস্তান্তর করবে ঢাকা ওয়াসা। দখল হওয়া খাল পুনরায় উদ্ধার করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। খাল পুনরুদ্ধার করা হলে নগরীতে কোন জলাবদ্ধতা থাকবে না।

অবৈধ দখলকারীদের হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, অবৈধভাবে দখল করে রাখা খালের জমি ছেড়ে দিতে হবে। অন্যথায় দখল হওয়া জমির বিরুদ্ধে উচ্ছেদ শুরু করবে সিটি করপোরেশন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন