ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিন আগেই শেষ হচ্ছে আয়কর দেয়ার সময়

একদিন আগেই শেষ হচ্ছে আয়কর দেয়ার সময়

ব্যক্তি পর্যায়ে আয়কর দেয়ার শেষ সময় ৩০ নভেম্বর থাকলেও করোনা কারণে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার অনুরোধে সেটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল সরকার। কিন্তু এ দিন ব্যাংক হলিডে হওয়ায় একদিন আগে অর্থাৎ ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে ব্যক্তি পর্যায়ের আয়কর রিটর্ন দেয়ার সময়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।

গত নভেম্বর মাসের শেষ দিকে করদাতাদের ভিড় ও আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে দেয় এনবিআর।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন