কুড়িগ্রামের উলিপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র কম্বল, কানটুপি, সোয়েটার ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী উপজেলার থেতরাই, বজরা ও গুনাইগাছ ইউনিয়নের প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করে। ডিভিশন অফ স্টুডেন্ট এ্যফেয়ার্স এর আয়োজনে দ্য ডিউক অফ এডিনবরা’স ইন্টারন্যাশনাল এ্যডওর্য়াড এট আই.ইউ.বি ক্লাবের সদস্যদের তত্বাবধানে ও কাশেম ফাউন্ডেশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্য কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে দাড়াতে ঢাকা থেকে শিক্ষার্থীরা শীতবস্ত্র নিয়ে এসে বিতরন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল কবির, ইমরান খাঁন, এইচএম অমিত হোসেন অনিক, মাহমুদুর রহমান রিফাত, মতিউর রহমার হৃদয়, সাদমান সাকিব, মাহবুবা আরশিয়া, দিবা মেহজাবিন মৃদুল, মাহমুদুল ইসলাম ইমন, মানিক হোসেন শিমুল প্রমুখ।
আনন্দবাজার/শাহী/সেলিম