প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ৯১৩৩ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী কশিরুল আলম পেয়েছেন ২৭৯০ টি ভোট। তৃতীয় অবস্থানে থাকা ধানের শীষ প্রতীক নিয়ে রেজাউল করিম রাজা পেয়েছেন ২৭১৪ ভোট।
এ ছাড়াও আরও ৩ জন মেয়য় প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন। আজ রাতে নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
এ পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭জন আর মহিলা ১০ হাজার ৬৩২জন। ৬ জন মেয়র প্রার্থী ছাড়াও এ পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা করছেন ৩২ জন কাউন্সিলর ও ১২জন মহিলা কাউন্সিলর প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পূর্ন হয় ।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে পীরগঞ্জ নির্বাচন রিটার্নিং কর্মতর্তা জিলহাসউদ্দিন।
আনন্দবাজার/শাহী/কবির