ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে কোটি টাকার চালান আটক

বেনাপোল বন্দরে কোটি টাকার চালান আটক

বেনাপোল বন্দরে পাচার চেষ্টার অভিযোগে টি.জে সোয়েটার লিমিটেড নামে এক কোম্পানির কোটি টাকার মূল্যের পণ্য চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ রোববার বিকালে বেনাপোল বন্দরের বাইপাস সড়কের একটি বাড়িতে ট্রাক থেকে পণ্য নামানোর সময় কাস্টমস কর্তৃপক্ষ চালানটি আটক করে।

আটক চালানটির আমদানিকারক ভারতের মুম্বাইয়ের রিলাইন্স রিটেইল লিমিটেড। ৩৭ হাজার ৪৪৬ ইউএস ডলার মূল্যের ২৬৫ কার্টন সোয়েটারের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে ছিল খাজা শিপিং লাইন্স।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, বেনাপোল বন্দরে এক ধরনের ব্যবসায়ী আছেন যারা নানা অজুহাত দেখিয়ে পণ্য চালান এভাবে ব্যক্তিগত অধীনে রাখেন। পরে বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে ভারতে রফতানি করেন। এক্ষেত্রে যদি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় ওয়ারহাউজ গড়ে তোলা হয় তবে এমন অপরাধের সুযোগ থাকবে না।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার অনুপম চাকমা  জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দরে রফতানির উদ্দেশ্যে আসা একটি বাংলাদেশি ট্রাক ( ঢাকা মেট্রো ট-১৩-৫৫১৭) ভারতে প্রবেশ না করে বন্দরের বাইপাস সড়কে একটি বাড়িতে মালামাল নামাচ্ছে। এমন অভিযোগে কাস্টমস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পান।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন