ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে ‘মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল

কুমিল্লার মুরাদনগরে "মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের" ফাইনাল

কুমিল্লার মুরাদনগরে উৎসব মূখর পরিবেশে সামাজিক সংগঠন আলোকিত আলীরচর এর উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলা সদরের আলীরচর কলেজ মাঠ প্রাঙ্গনে জেলার তিতাস উপজেলার দড়িমাছিমপুর একাদশ বনাম মুরাদনগর উপজেলার নহল চৌমুহুনী বাজারের বাঁশের বাড়ী রেস্টুরেন্ট একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিবিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

মীর শামসুল হক ও আবুল কাঁশেম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও মুরাদনগর উপজেলা ভাইস চেয়্যারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য হাজী নাছির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, ভিপি জাকির হোসেন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মোঃ আক্তার হোসেন, জাহাপুর ইউপির চেয়্যারম্যান সফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জুয়েল, সেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা আবেদ আলী, ইউপি সদস্য ইদ্রিস মেম্বার, মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, কুলসুম হাসান মিতু, অধ্যক্ষ মিজানুর রহমান, আর মামুন মোল্লা, হানিফ মিয়া বিজু, আবু বক্কর মেম্বার, জামান সরকার, শফিকুল ইসলাম, মানিক খাঁন, আলফাজ উদ্দিন খাঁন, মনিরুল ইসলাম মানিক, এ এস আই সাইফুল ইসলাম, নাছির উদ্দিন প্রমূখ।

ফাইনালে দড়িমাছিমপুর একাদশ বনাম বাঁশের বাড়ী রেস্টুরেন্ট একাদশ মধ্যকার খেলার ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ০-০ গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে দড়িমাছিমপুর একাদশ ১-০ গোলে জয়ী হয়। পরে খেলার বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার তুলে দেন খেলার উপদেষ্টা ও পরিচালনা কমিটি বৃৃৃৃন্দ।

আনন্দবাজার/শাহী/বাশার

সংবাদটি শেয়ার করুন